Tuesday, January 20, 2026

আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসী কর্তৃক গুলি চালিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখা। আজ ১০ জানুয়ারি ২০২৫ রোজ শনিবার বিকালে সাতক্ষীরা শহরের পরিবহন কাউন্টারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চায়না বাংলার সামনে গিয়ে একটি বিক্ষোভ সমাবেশ করে।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোরশেদ মিলন, রাজিবুল ইসলাম রাজীব, মো. আলম, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হাসান খান হাবলু, সদস্য সচিব আজিজুর রহমান সেলিম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সারোয়ার, সদস্য সচিব জাকির হোসেন আফিল, সদস্য কামরুল ইসলাম, জাহিদ হোসেন মুকুল, মোঃ শামসুর রহমান, মো. গোলাম রাব্বী প্রমুখ। এ সময় বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও সদস্য সচিবসহ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article