Thursday, October 16, 2025

০৯নং ব্রহ্মরাজপুরে ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুর ওয়ারেছের নাম ঘোষণা

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী হিসেবে অধ্যাপক আব্দুর ওয়ারেছের নাম ঘোষণা করা হয়েছে।

আজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার সন্ধ্যায় মাছখোলা নতুন বাজার চাতাল চত্ত্বরে আয়োজিত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।

প্রভাষক ওমর ফারুক বলেন, “অধ্যাপক আব্দুর ওয়ারেছ একজন শিক্ষিত, সৎ ও ন্যায়নিষ্ঠ প্রার্থী। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে অধ্যাপক আব্দুর ওয়ারেছ নিরলসভাবে কাজ করবেন। ইউনিয়নের পরিবর্তন ও উন্নয়নের প্রত্যাশায় তাঁকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের আমির মাওলানা জাকির হোসাইন এবং সঞ্চালনা করেন মধ্য মাছখোলা বায়তুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, জেলা শূরা কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুর ওয়ারেছ এবং সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুহা. রফিকুল ইসলাম প্রমুখ।

ঘোষণার পর স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সমর্থকরা ইতোমধ্যে প্রচার-প্রচারণার প্রস্তুতি নিতে শুরু করেছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article