Friday, November 28, 2025

স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : অন্তর্বতীকালিন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের ব্যক্তিগত সহকারী ডা: মাহমুদুল হাসান আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। আজ ১৩ ডিসেম্বর ২০২৪ রোজ শুক্রবার দুপুরে তিনি হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তিনি স্টোর রুম, এক্সে রুম, পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন ও বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। হাসপাতালের জনবল কাঠামো উন্নয়ন, খাদ্যের মান বাড়ানো সহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের কথা বলেন। তিনি আরও বলেন, স্বাস্থ্য সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। আমরা চাই মানুষ যেন তার নিজ গ্রাম বা বাড়ী থেকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারে-সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজ করতে যেয়ে আমরা কিছু বাধার সম্মুখীন হচ্ছি; সেটির একটি হল জনবল। সরকার পরিকল্পনা করছে কিভাবে এই জনবল বাড়ানো যায়। খুব অচিরেই এসব সকল সমস্যার সমাধান করা হবে। এসময় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রসুন কুমার মন্ডল, সাতক্ষীরার সাবেক সির্ভিল সার্জন তৈয়বুর রহমান, ডা: আমিনুল ইসলাম, আশাশুনি উপজেলা জামায়েত আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নব নির্বাচিত সেক্রেটারি মাওলানা আনারুল হক, অফিস সহকারী জিএম জাহাঙ্গীর আলম, ডাক্তার রোকনুজ্জামান, সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মোঃ আব্দুল্লাহ, কর্ম পরিষদ ও শুরা সদস্য এবিএম আলমগীর হোসেন পিন্টু, সদর ইউনিয়ন সেক্রেটারি বাবলু, সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article