তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬এ খুলনা জেলা পর্যায়ে গার্লস গাইড প্রতিযোগিতায় অংশগ্রহন করে সিনথিয়া জারিন ইরা জেলা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। ইরা পাইকগাছা উপজেলার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী ছাত্রী। তাঁর বাড়ি তালা উপজেলার কানাইদিয়া গ্রামে। তালা উপজেলার ৫৭নং কানাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম এবং ব্যাংকার রুমিয়া আক্তার দম্পতির জৈষ্ঠ্য কন্যা সিনথিয়া জারিন ইরা এরআগে পাইকগাছা উপজেলা পর্যায়ে একই ইভেন্টে অংশগ্রহন করে শ্রেষ্ঠত্ব অর্জন করে।
শিক্ষক মো. রবিউল ইসলাম জানান, তাঁর কন্যা সিনথিয়া জারিন ইরা খুলনা পাশ্ববর্তী কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ পাইকগাছা উপজেলা পর্যায়ে গার্লস গাইড প্রতিযোগীতায় অংশগ্রহন করে। সেখান থেকে শ্রেষ্ঠ হবার পরে গত ১২ জানুয়ারী খুলনা জেলা পর্যায়ে অনুষ্ঠিত একই ইভেন্টের প্রতিযোগীতায় অংশগ্রহন করে। গত ১৩ জানুয়ারী ২৬ প্রতিযোগীতার প্রকাশিত ফলাফলে সিনথিয়া জারিন ইরা জেলাতেও শ্রেষ্ঠ হন। তাঁর এই সাফল্যের জন্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা এবং গার্লস গাইড শিক্ষক আমেনা খাতুনসহ সকল শিক্ষক এর প্রতি কৃতজ্ঞ। আগামীতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সিনথিয়া জারিন ইরা যাতে কাংখিত সাফল্য অর্জন করতে পারে সেজন্য সকলের নিবট দোয়া কামনা করছি।
