Wednesday, January 21, 2026

সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খানের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা ল কলেজের প্রভাষক অ্যাডভোকেট হাসনা হেনা খানের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা ল কলেজের আয়োজনে কলেজের এমএ গফফার হলে সাতক্ষীরা ল কলেজের পিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের সভাপতিত্বে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজ গভর্নিং বডির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু সাঈদ, অ্যাডভোকেট প্রণব কুমার সরকার, আলহাজ্ব এডভোকেট ফজলুর রহমান, এডভোকেট আ ক ম সামসুদ্দোহা খোকন, এডভোকেট মাগফুর রহমান, এডভোকেট জাহাঙ্গীর আলম বাপ্পী, মরহুমা এডভোকেট হাসনা হেনা খানের একমাত্র পুত্র বিথার রবিউল খান, সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এডভোকেট শহীদ হাসান বাবু, এডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক), এডভোকেট ফেরদৌসী ইফতেখার (লুসী), অ্যাডভোকেট শেখ তোহা কামাল উদ্দীন (হীরা), অ্যাডভোকেট নাজমুন নাহার (ঝুমুর), এডভোকেট এস এম শরীফ আজমীর হুসাইন (রোকন), অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা সুমি, এডভোকেট মিজানুর রহমান, সাতক্ষীরা ল কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস, এম আসাদুল হক লাভলু, সাতক্ষীরা ল কলেজ এসোসিয়েটস এর সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাহিদুজ্জামান, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আসমাউল হুসনা স্মৃতি, বিকাশ কুমার চক্রবর্তী প্রমুখ। স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, সাতক্ষীরা ল কলেজের প্রভাষক প্রয়াত অ্যাডভোকেট হাসনা হেনা খান একজন সাদা মনের মানুষ ছিলেন। তার এ অকাল মৃত্যুতে সাতক্ষীরা ল কলেজ সহ বিভিন্ন মহল শোকাহত। অ্যাডভোকেট হাসনা হেনা খান তার কর্ম ও গুণের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। তার রেখে যাওয়া শিক্ষা ও অনুপ্রেরণার উপর আলোকপাত করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে অনেক বক্তা কেঁদে ফেলেন। বক্তারা তার সামাজিক আন্দোলন ও কর্মজীবনের স্মৃতি, জনকল্যাণমূলক কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ হবে উল্লেখ করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউস কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা কলেজের প্রভাষক এডভোকেট হাসনা হেনা খানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. মুহা: মুনিরুউদ্দীন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আজগর হোসেন।

এসময় সাতক্ষীরা ল কলেজের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী সম্মানিত শিক্ষক মন্ডলী, কলেজ গভর্নিং বডির সকল সম্মানিত কর্মকর্তা, আইনজীবীগণ, কলেজের এসোসিয়েট মেম্বরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article