সাতক্ষীরা প্রতিনিধি : উপকূলীয় শহর ভিত্তিক জলবায়ু ঝুঁকি হ্রাস বিষয়ক সচেতনতামুলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ ডিসেম্বর ২০২৪ রোজ শনিবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে ও সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় এবং উপকূলীয় শহর ভিত্তিক জলবায়ু ঝুঁকি হ্রাস প্রকল্প (কোচ্যাপ) আওতায় সুন্দরবন থিয়েটারের পরিচালনায় জলবায়ু ঝুঁকি হ্রাস বিষয়ক পট গান মঞ্চ নাটিক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কিচেন সোসাইটি সাতক্ষীরা ইউনিটের লেভেল অফিসার মো. হাবিবুল ইসলাম সোহান,
প্রকল্প পরিচালক মোঃ সাইদুর রহমান, প্রকল্প ইঞ্জিনিয়ার রাসেল রানা, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের অফিস সহকারী মোঃ কামরুল ইসলাম প্রমুখ। এসময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা, যুব সদস্য ও দর্শক শ্রোতামন্ডলীরা উপস্থিত ছিলেন।
