Monday, October 20, 2025

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেস্ট ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ডাঃ আ ফ ম রুহুল হক এমপি

Must read

 

নিজস্ব প্রতিনিধি : ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেস্ট ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ০৭ জুলাই ২০২৪ রোজ রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় ব্রেস্ট ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির আয়োজনে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সার্জারি বহির্বিভাগে উক্ত ব্রেস্ট ক্লিনিকের উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথির পক্ষে ফিতা কেটে ব্রেস্ট ক্যান্সার স্ক্রীনিং সেন্টারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন ইপিসিবিসিএসপি এর প্রকল্প পরিচালক প্রফেসর ডাঃ আশরাফুন্নেছা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই খুদা, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মো. রুহুল কুদ্দুস, মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ শীতল চৌধুরী, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, সার্জারী বিভাগের প্রধান ডাঃ শরিফুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রধান প্রফেসর ডা. শংকর প্রসাদ বিশ্বাস, গাইনী বিশেষজ্ঞ ডা. রহিমা খাতুন, ডা. ফারহানা হোসেন, ডা. মো. আহসানুল ইসলাম কল্লোল প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ফিতা কেটে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর ইপিসিবিসিএসপি এর প্রকল্প পরিচালক প্রফেসর ডাঃ আশরাফুন্নেছা সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন পরিদর্শন করেন। এসময় প্রধান অতিথি বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেস্ট ক্যান্সার স্ক্রীনিং সেন্টারের উদ্বোধনের মধ্য দিয়ে জেলার স্বাস্থ্যসেবা আরো এক ধাপ এগিয়ে গেল। এই বিভাগে দায়িত্বরতদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্যখাতও এগিয়ে নিতে সকলকে কাজ করতে হবে।
ক্যাপশন: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেস্ট ক্লিনিকের উদ্বোধন করছেন ইপিসিবিসিএসপি এর প্রকল্প পরিচালক প্রফেসর ডাঃ আশরাফুন্নেছা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article