Saturday, October 18, 2025

সাতক্ষীরা-ভেটখালি সড়কের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

Must read

 

এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা-ভেটখালি শুরু হয়েছে সড়কের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।আজ ০১ জুলাই ২০২৪ রোজ সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় থেকে এ অভিযান শুরু হয়।
সড়ক ও জনপদ বিভাগ খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
এদিকে ইটাগাছা এলাকার খোকন বিশ্বাসসহ অনেকেই অভিযোগ করে বলেন, পূর্বে কোন নোটিশ দেওয়া হয়নি। রাস্তার পাশে থাকা একটি স্কাভেটর মেশিনও ভেঙে দেওয়া হয়েছে। মেশিনটি হস্তান্তরযোগ্য হলেও কোন সুযোগ না দিয়ে ভেঙে দেওয়ার ক্ষতিপূরণ দাবি করেন তিনি। এছাড়া রাস্তার ধারে বসবাসকারী গরিব মানুষগুলো দুর্ভোগে পড়েছেন। এমনকি ঘরে থাকা খাবারগুলোও সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।
সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, এধরনের কাজ করতে নানা ধরনের অভিযোগ থাকবে। কিন্তু কার্যক্রম থেমে থাকবে না। সাতক্ষীরা শহর থেকে ভেটখালি পর্যন্ত ৬২ কিলোমিটার সড়কের ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, এবং তা চলবে। এর আগে বারবার মাইকিং করে এবং নোটিশের মাধ্যমে দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা সরিয়ে না নেওয়ায় আমরা উচ্ছেদ অভিযানে নেমেছি। তিনি আরও বলেন, ইতোমধ্যে শহর থেকে ভেটখালি পর্যন্ত ৪ লেন সড়কের টেন্ডারও সম্পন্ন হয়েছে। সড়কের জায়গা উদ্ধারের পর বাকী কার্যক্রম শুরু হবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article