সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা চিংড়ী পোনা ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার রাত ৯টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে জেলা চিংড়ী পোনা ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমিন, সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বার্ষিক সাধারণ সভার আলোচনায় সংগঠনের সদস্যরা জীবাণুমুক্ত উন্নত মানের পোনা সরবরাহ নিশ্চিতকরণ, সংগঠনের নির্দেশনাবলী যথাযথভাবে মেনে চলাসহ সংগঠনের উন্নয়নকল্পে বিভিন্ন ধরনের দিকনির্দেশনামূল বক্তব্য তুলে ধরেন।
বার্ষিক সাধারণ সভায় বার্ষিক আয় ব্যয়ের হিসাব প্রদান করেন জেলা চিংড়ী পোনা ব্যবসায়ী মালিক সমিতির কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমিন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা চিংড়ী পোনা ব্যবসায়ী মালিক সমিতির সদস্য আবজালুল কবির বিপুল, মুজিবুর রহমান প্রমুখ। এ সময় সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা মালিক সমিতির উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ওবায়দুর রহমান লিটন।
