Saturday, January 31, 2026

সাতক্ষীরা কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় মেধা বৃত্তি ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’।

আজ ১৩ ডিসেম্বর ২০২৫ রোজ শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার আয়োজনে সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে এ মেধাবী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এক ঘণ্টাব্যাপী মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণির দেড় হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষার নিয়ম অনুযায়ী, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতিটি ভুল উত্তরের বিপরীতে ০.২০ নম্বর কর্তন করা হবে।

পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার চেয়ারম্যান মুহা আল মামুন, ভাইস-চেয়ারম্যান মেহেদী হাসান। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মোঃ ইমদাদুল হক, উপদেষ্টা ডঃ মুফতি আখতারুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক মিজানুর রহমান, নির্বাহী পরিচালক আবু সালেহ সাদ্দাম উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা এবং সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষাটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

পরীক্ষায় শিক্ষার্থীদের সার্বিক সুবিধার্থে তথ্য কেন্দ্র, ছবি তোলার জন্য ফটো ফ্রেম এবং নান্দনিক আয়োজন এর মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকল অভিভাবক এবং শিক্ষার্থীগণ কিশোর কন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার আয়োজনকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর আগামীতে এই ধরনের পরীক্ষা অনুষ্ঠিত করার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের আহবা জানান।

এছাড়াও মেধাবৃত্তি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মোঃ নুরুন্নবী, আরিফ বিল্লাহ, আল রাজীব, আফজাল হোসেন, শারাফাত হুসাইন লিটিল, মোঃ মাসুদ রানা ও মোঃ ওয়ালীউল্লাহ প্রমুখ ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article