Friday, November 28, 2025

সাতক্ষীরার দেবহাটায় ৩টি বিদেশি পিস্তলসহ একজন আটক

Must read

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৩টি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলিসহ।মোঃ আসাদুল গাজী (৩২) একজন আটক হয়েছে।

আটক মোঃ আসাদুল গাজী (৩২) দেবহাটার উপজেলার কালাবাড়িয়া গ্রামের জাফর গাজীর ছেলে।

ডিবি পুলিশ জানায়,দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়স্থ সাতক্ষীরা-শ্যামনগরগামী পাঁকা রাস্তার উপর হতে মোঃ আসাদুল গাজী (৩২) নামের একজনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ০২ (দুই) রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ ০১ (এক) টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির ব্যারেলের গায়ে এক পাশে ইংরেজিতে খোদাই করে NO 111 MADE IN V. J. A IILLY ব্যারেলের অপর পাশে ইংরেজিতে খোদাই করে CHINA লেখা আছে এবং তার পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেট হতে ১টি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গুলি দুইটির পিছনে ইংরেজিতে খোদাই করে K.F 7.65 লেখা। এরপর আটক ব্যক্তির পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের ডান পকেটের ভিতর হতে সাদা কসটেপ দ্বারা মোড়ানো দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের আরও একটি বিদেশী পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলটির ব্যারেলের গায়ে একপাশে ইংরেজিতে খোদাই করে NO 11 MADE IN V. J. A IILLY এবং ব্যারেলের অপর পাশে ইংরেজিতে খোদাই করে CHINA লেখা আছে। গুলি দুইটির পিছনে ইংরেজিতে খোদাই করে K.F 7.65 লেখা রয়েছে।

এরপর আটক আসাদুলের পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের বাম পকেটের ভিতর হতে ০২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের একটি বিদেশী পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলটির ব্যারেলের গায়ে এক পাশে ইংরেজিতে খোদাই করে NO 110 MADE IN V. J. A IILLY এবং ব্যারেলের অপর পার্শ্বে ইংরেজিতে খোদাই করে CHINA লেখা। গুলি দু’টির পিছনে ইংরেজিতে খোদাই করে K.F 7.65 লেখা রয়েছে।

 পবরর্তীতে তাকে বিরুদ্ধে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলা নং-০১ তারিখ-০৩-০১-২০২৫ খ্রি. ধারা-১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(A), (F)।

এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশ আসাদুল ইসলাম নামের একজনকে অস্ত্রসহ আটক করে থানায় হস্তান্তর করেছে। এঘটনায় মামলা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article