Thursday, October 16, 2025

সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : টেকসই উন্নয়নে পর্যটন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন কুমার বিশ্বাস, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, টুরিস্ট পুলিশের এস আই মফিজুর রহমান, সাব ইন্সপেক্টর সুজিত সরকার, জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আ.ন.ম নাজমুল উলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার সাবেক আহবায়ক মো. আরাফাত হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা সভাপতি মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, সাতক্ষীরা ফায়ার স্টেশনের লিডার মো. খাইরুজ্জামান প্রমুখ।

আলোচনা সভা পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভা ও র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তা, টুরিস্ট পুলিশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article