Tuesday, August 26, 2025

সবুজ স্বপ্নে ভরা হাত সাতক্ষীরায় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ উৎসব

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : শ্রাবণের ঝিরিঝিরি বৃষ্টিভেজা সকাল। মাটির গন্ধে ভেসে আসছে নতুন জীবনের বার্তা। সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ যেন সবুজের মিলনমেলায় রূপ নেয়। হাতে হাতে ছোট্ট চারা, চোখে বড় স্বপ্ন—“সবুজে সাজাই বাংলাদেশ” এই অঙ্গীকারে একত্র হয়েছিল শত শত শিক্ষার্থী।

‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর উদ্যোগে আর বাংলালিংকের সহযোগিতায় আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। তিনি বললেন, “গাছ কেবল ছায়া আর ফল দেয় না, গাছ দেয় জীবন। আমাদের সন্তানদের জন্য অক্সিজেনের এই ভাণ্ডার রক্ষা করতে হলে আজই শুরু করতে হবে সবুজ চাষ।”

প্রকৃতি যেন নিজেই এসে দাঁড়িয়েছে এ আয়োজনে। শ্রাবণের হাওয়ায় গাছের পাতারা নেচে উঠছে, মাটিতে গড়িয়ে পড়ছে সজীব পানির ফোঁটা। চারার শিকড়ে লেগে থাকা কাদা যেন বলছে—“আমাকে যত্ন করো, আমি তোমাদের ভবিষ্যৎ সাজিয়ে দেব।”

চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ মনে করিয়ে দিলেন, এই ক্লাব বছরের পর বছর ধরে প্রকৃতিকে বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে দাঁড়িয়ে আজকের এই বৃক্ষরোপণ কেবল পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যতের প্রতি এক অঙ্গীকার।

বিদ্যালয়ের সভাপতি সরফরাজ নেওয়াজ সাগরের সভাপতিত্বে এবং মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মুনির উদ্দীনের সঞ্চালনায় নান্দনিক এ আয়োজনে যোগ দেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক স ম শহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, বাংলাদেশ সংবাদ সংস্থা ও বাংলা ভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, চ্যানেল ডিবিসি’র সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হুসাইন, ‘এখন’ টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, দৈনিক মানব জমিনের সাতক্ষীরা প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন ও প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

প্রতিটি শিক্ষার্থীর হাতে যখন দুটি করে চারা তুলে দেওয়া হলো, তাদের চোখে ছিল এক অনাবিল উচ্ছ্বাস। কেউ বলল, “আমি এটিকে প্রতিদিন পানি দেব।” কেউ প্রতিশ্রুতি দিল, “এ গাছ বড় হলে পাখিরা আসবে, ফুল ফোটাবে।”

ঋতুর এই সবুজ ছোঁয়ায়, শ্রাবণের এই কোমল বৃষ্টিতে, শিশুর হাতে ধরা ছোট্ট চারাগুলোই হয়তো একদিন ছায়াময় বন হয়ে উঠবে। তখন সবুজের শীতল ছায়ায় ভরে যাবে ধরণী।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article