Friday, August 8, 2025

শ্যামনগর বিএনএফ এর সহযোগিতায় চার মুন্ডা পরিবারকে গাভী প্রদান

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : ০৩ জুন ২০২৪ রোজ সোমবার শ্যামনগর উপজেলা কালিঞ্চি গ্রামে আদিবাসী মুন্ডাদের মধ্যে উন্নয়ন সংস্থা ‘প্রগতি’র পক্ষ থেকে মুন্ডাদের মধ্যে গাভী বিতরন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় গাভি বিতরন করেন উপজেলা সমাজ সেবা অফিসার আরিফুজ্জামান । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দেশ টিভির শহীদুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টুয়েন্টি ফোরের আমিনা বিলকিস ময়না, প্রগতির প্রধান নির্বাহী আশেক-ই-এলাহী ,শ্যামনগর এনজিও সমন্বয় পরিষদের সদস্য সচিব আল ইমরান,  সারস এর পরিচালক হরিপদ মুন্ডা, প্রগতির সমন্বয় কারী শেখ রফিকুল ইসলাম,কর্মী  মাসুম বিল্লাহ বেলাল প্রমুখ।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সমন্বিত পরিবার উন্নয়ন কর্মসূচির আওতায় চার দরিদ্র মুন্ডা পরিবারকে এ গাভী প্রদান করা হয়। গাভী প্রাপ্ত পরিবার গুলোর পক্ষে গাভী গ্রহন করেন কবিতা মুন্ডা, দিপালী মুন্ডা, ববিতা মুন্ডা ও নিরিবালা মুন্ডা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article