Wednesday, January 21, 2026

ভোমরায় আবুল কাশেমের বিদায়, শোক প্রকাশ জামায়াত নেতাদের

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা মরহুম আবুল কাশেম (৮৫) গতকাল ১৪ জানুয়ারি ২০২৬ রোজ বুধবার রাতের সময় সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হার্ট অ্যাটাকের কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ ১৫ জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার যোহর নামাজের পরে চৌবাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে চৌবাড়িয়া জামে মসজিদের ইমামতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা আমির মাওলানা মোশারফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ৬ নং ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান, পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ আক্তারুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা মোশাররফ হোসেন ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ইউনিয়ন আমির মোঃ আনোয়ার কবির ও সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান।
শোকলিপিতে নেতৃবৃন্দ মরহুমের জন্য দোয়া করে বলেন, “আল্লাহ তায়ালা মরহুমার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করুন, নেক আমলে পরিণত করুন এবং জান্নাতুল ফিরদাউসের মর্যাদাপূর্ণ স্থান দান করুন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
মরহুম আবুল কাশেম মৃত্যুকালে ৮৫ বছর বয়সী ছিলেন। তিনি ৬ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article