আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অম্বিকা আঢ্য পরলোকগমন করেছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের ৬ ব্যাচের শিক্ষার্থী, আশাশুনি উপজেলার বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বুধহাটা গ্রামের প্রয়াত শিক্ষক গোবিন্দ লাল আঢ্যের কন্যা অম্বিকা আঢ্য (৪০) শুক্রবার দুপুরে মাতৃজনিত জটিলতায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি মা, ভাই, বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। অম্বিকা আঢ্য ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী ও নিবেদিতপ্রাণ শিক্ষক। শিক্ষাঙ্গন ও সমাজে তার বিনয়ী আচরণ, দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলি তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। তার অকাল প্রয়াণে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
