Saturday, January 31, 2026

বুধহাটায় ব্যবসায়ী ও এক সমাজ সেবকের দাফন সম্পন্ন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে একই দিনে একজন ব্যবসায়ী ও একজন সমাজ সেবকের পৃথক জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ ৩১ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার ইউনিয়নের বুধহাটা ও দক্ষিণ চাপড়ায় নিজ গ্রামে তাদেরকে দাফন করা হয়।
বুধহাটা বাজারের মেসার্স আলিম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী রড ও সিমেন্ট ব্যবসায়ী আলহাজ্ব আলিম উদ্দীন (৫২) মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন। রাতেই তাকে সাতক্ষীরার একটি হাসপাতালে নেয়া হয়। রাত্র ১২.৩০ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। আজ ৩১ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার বাদ জোহর বুধহাটা পূর্বপাড়া জামে মসজিদের সামনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওঃ রুহুল আমিন। এসময় জামায়াত নেতা চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, এড শহিদুল ইসলামসহ জামাত-বিএনপি নেতৃবৃন্দ ও সর্বস্তরের মুসল্লি উপস্থিত ছিলেন।
অপরদিকে দক্ষিণ চাপড়া গ্রামের সমাজ সেবক সালাুদ্দীন গাজী মঙ্গলবার বিকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। আজ ৩১ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার বাদ জোহর মরহুমের বাসভবনে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article