Thursday, October 16, 2025

বুধহাটায় পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী, উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম। ৩০ সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষের জন্য নিবেদিত প্রাণ। ধর্মের রাজনীতি জামায়াতে ইসলামী করে না। এক শ্রেণির মানুষ তাদের নিজেদের সার্থ হাসিলের জন্য দলের বিরুদ্ধে গুজব রটিয়ে চেলেছে। আপনারা তাদের কান কথায় ভুল বুঝবেন না। তিনি আরও বলেন, ৫ তারিখের আগে অন্য বিরোধী দলের থেকেও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে। ৫ তারিখের দিন থেকে অদ্যবদি জামায়াতের নেতাকর্মীরা অরক্ষিত দেশের মানুষের পাশে দাড়িয়ে ছিলেন। সরকারি-বেসরকারি সকল পর্যায়ের অফিস আদালত অতন্দ্র প্রহরীর মত পাহারা দিয়েছেন। এ সসময় জামায়াতের উপজেলা যুব বিভাগের সম্পাদক আজহারুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন জামায়াত আমির মাওঃ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি রবিউল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, ৭নং ওয়ার্ড সভাপতি শীষ মোহাম্মদ জেরী, ৮নং ওয়ার্ড সভাপতি মাওঃ আসলাম হোসেন,
৯নং ওয়ার্ড সভাপতি ফজর আলী, ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুর রব, ৩নং ওয়ার্ড সভাপতি হাফেজ রবিউল ইসলাম, ইউনিয়ন কর্ম পরিষদ সদস্য বিল্লাল হোসেন, আইপিএফডব্লিউ সভাপতি আক্তারুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউনিয়ন সভাপতি আইয়ুব রসুল, হাফিজুল ইসলাম, মহেশ্বরকাটি বাজার শাখার রিপন হোসেন, শ্রমিক নেতা সেলিম রেজা, যুব বিভাগ ইউনিয়ন সভাপতি ওলিউল রহমান, সহ সভাপতি হাফেজ মহসিন শরীফ, সেক্রেটারি আমিরুল ইসলাম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article