আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ অক্টোবর ২০২৫ রোজ বুধবার বিকালে বুধহাটা আইএফআইসি ব্যাংক উপশাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ রাকিব শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রেসক্লাব সদস্য বাবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, প্রতাপ কুমার দেবনাথ, মাওলানা আব্দুর রাজ্জাক এবং আইএফআইসি ব্যাংকের ক্যাশিয়ার জিএম শাহী রেজা প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আইএফআইসি ব্যাংক আধুনিক ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে।” অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ একসাথে কেক কেটে ব্যাংকের ৪৯ বছর পূর্তি উদযাপন করেন।