Tuesday, August 26, 2025

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের আন্তঃ শ্রেণী ফুটবল টুর্নামেন্টে নবম শ্রেণি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ ১২ আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের ফুটবল মাঠে নবম ও অষ্টম শ্রেণি ফুটবল একাদশের মধ্যে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় ট্রাইবেকারের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়। ট্রাইবেকারে অষ্টম শ্রেণি ফুটবল একাদশ কে ৩-১ ব্যবধানে পরাজিত করে নবম শ্রেণি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন এবং বিজিত দলকে রানার্সআপ ট্রফি প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ সরদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রহমত আলী, ইমরুল ইসলাম, রবিউল ইসলাম খান, হুমায়ুন কবির, রাবেয়া সুলতানা ও প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ। ধারাভাষ্যে ছিলেন শিক্ষক আল আমিন হুসাইন। খেলা পরিচালনা করেন শিক্ষক প্রদীপ শীল। সহকারী ছিলেন শিক্ষার্থী আসফাক আহমেদ জুবায়ের ও এমএ লাবিব।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article