পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ৩১ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এলাকার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দিন রাজা, বি সরকার, প্রমথ রঞ্জন সানা, আবুল হাশেম, কৃষ্ণ রায়, বদিউজ্জামান ও শাহজামান বাদশা।
