Friday, November 28, 2025

পাইকগাছায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন দপ্তর যৌথভাবে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করে। আজ ০১ নভেম্বর ২০২২ রোজ মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা, গাছের চারা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু। প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক স ম হাদিউজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, গোবিন্দ দে, তথ্য সেবা সহকারী কর্মকর্তা জাহানারা খাতুন, যুবলীগনেতা আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, মাজহারুল ইসলাম মিথুন, সফল যুব নারী সীমা দাশ, রাজিয়া সুলতানা, পুতুল রজক ও শিবপদ দাশ। অনুষ্ঠানে ৭ জন প্রশিক্ষণার্থী যুবকে ৩ লাখ ২০ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে ঢাকা থেকে পরিচালিত জাতীয় অনুষ্ঠান সম্প্রচার করা হয়। সবশেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে গাছে চারারোপন করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article