তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার বাইশারাবাদ আশ্রয়ণ প্রকল্পের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২৬ অক্টোবর ২০২২ রোজ বুধবার দুপুরে আশ্রয়ণ প্রকল্পে গিয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, মাজহারুল ইসলাম মিথুন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের সুমন। উল্লেখ্য, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ঝড়ের আগের দিন আবাসন রক্ষা বাঁধ ভেঙ্গে হাড়িয়া নদীর পানিতে সমস্ত আশ্রয়ণ প্রকল্প প্লাবিত হয়। আশ্রয়ণ প্রকল্পে বর্তমানে ২৩২টি পরিবার বসবাস করে। যাদের মধ্যে অনেক পরিবার ইটের ভাটায় অবস্থান করছে। বসবাসরত এসব পরিবার গত ৪দিন পানিবন্দি হয়ে রয়েছে। ক্ষতিগ্রস্থ এ সব পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবণ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
