Sunday, August 3, 2025

পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৩ ডিসেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, ওসি অপারেশন রঞ্জন কুমার গাইন, মেডিকেল অফিসার ডাঃ ইব্রাহিম গাজী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কালাম আজাদ ও রনজিৎ সরকার, রুহুল আমিন, পাইকগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল বাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, প্রবীর কুমার দত্ত, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাদাৎ হুসাইন, পিএসবি শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সাবেক সহকারী অধ্যাপক জিএম এম আজহারুল ইসলাম ও রমেন্দ্রনাথ সরকার, সহকারী প্রধান শিক্ষক আ: ওহাব, শহীদুল ইসলাম, প্রদীপ শীল, প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন ও সেলিনা আক্তার, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article