তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আজ ১২ আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার বেলাল হুসাইন। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক আবু সাঈদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, যুব ইউনিটের সহকারী সেক্রেটারি মহিবুল্লাহ, এনসিপি’র উপজেলা সমন্বয়ক হাফিজ বিন আমিন, যুগ্ম সম্বয়ক মেজবাহ আহমেদ, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক আলাউদ্দিন রাজা, এসএম বাবুল আক্তার, এসএম আলাউদ্দিন সোহাগ, আবুল হাশেম, সফল যুব আব্দুল্লাহ আল জুবায়ের, মুক্তি সরদার, জয়ন্ত ঘোষ, সিরাজুল ইসলাম ও শম্পা সাধু। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ৬ জন যুবককে ৬ লক্ষ ৫০ হাজার টাকার টাকার যুব ঋণের চেক এবং ৩০ জন যুবককে সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।