Wednesday, November 5, 2025

দেবহাটায় ইউএনও ও এসি ল্যান্ডের অভিযানে অবৈধ নেট পাটা অপসারন

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় ইউএনও মোঃ আসাদুজ্জামান ও এসি ল্যান্ড শরীফ নেওয়াজের অভিযানে অবৈধ নেট পাটা অপসারন করা হয়েছে। বর্তমানে কিছু অসাধু লোক সরকারী খালে অবৈধভাবে নেট পাটা ফেলে মাছ ধরাসহ জলাবদ্ধতার সৃষ্টি করছে। যার কারণে বিষয়টি নিয়ে স্থানীয়রা দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেয়। জানা গেছে, বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় কিছু অসাধু লোক জলাবদ্ধতার সৃষ্টি করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান আজ ৩১ অক্টোবর ২০২৪ রোজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজকে নিয়ে উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একাধিক নেট পাটা অপসারন করা হয় এবং এধরনের কাজ থেকে বিরত থাকতে সকলকে সতর্ক করা হয়। ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, বর্ষা মৌসুমে যারা অবৈধ নেট পাটা ফেলে মাছ ধরাসহ জলাবদ্ধতার সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে ইউএনও ও এসি ল্যান্ডের সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article