Thursday, October 16, 2025

দেবহাটাসহ সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. মাহমুদুল আলম শাহীনের গনসংযোগ

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরা জেলা। ভৌগোলিক কারণে এ জেলার গুরুত্বপূর্ণ সংসদীয় আসন (সাতক্ষীরা সদর+দেবহাটা) ১০৫ সাতক্ষীরা -০২। নানা দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই আসনটি স্বাধীনতা পরবর্তী কাল থেকে রয়ে গেছে অবহেলিত। অবহেলিত জনপদের মানুষের সেবা ব্রত নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়নের সন্তান এডভোকেট মাহমুদুল আলম শাহীন। আজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার সাতক্ষীরা ও দেবহাটার বিভিন্ন এলাকায় গনসংযোগ করেছেন এই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের নেতা এডভোকেট মাহমুদুল আলম শাহীন।
২০০০ সাল থেকে তরুণ বয়সেই রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে ছাত্রজীবন থেকে শুরু করে জাতীয় রাজনীতির ভুবনে নিজের বলিষ্ঠ অবস্থান অনেকটাই নিশ্চিত করেছেন তিনি। তারেক রহমানের ভিশন ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিষ্ঠায় তিনি আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনের প্রার্থী হতে চান শাহীন। দীর্ঘদিন কেন্দ্রীয় রাজনীতি সঙ্গে জড়িত থাকার কারণে মাহমুদুল আলম শাহীনকে ওই আসনে ধানের শীষের কান্ডারী হিসেবে দেখতে চায় সাধারণ জনগন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সোমবার সকালে সাতক্ষীরা সদরে গনসংযোগ শেষে গাড়িবহরসহ শাহিন দেবহাটা উপজেলাতে আসেন। এসময় তিনি সাধারন জনগন, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, হাট বাজারের সাধারন মানুষ ও বিভিন্ন পূজা মন্ডপে যান। সেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সতর্কতার সাথে সকলের দায়িত্ব পালনের আহবান জানান। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে জীবনবাজি রেখে দীর্ঘ ১৭ বছর আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করার পরেও জাতীয়তাবাদী দলের রাজনীতিতে নিজেকে বিসর্জন দিয়েছেন উল্লেখ করে শাহিন বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হলে নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া দরকার। সে কারণেই তিনি ধানের শীষের মনোনয়ন চান। তিনি বলেন, বিএনপির হাইকমান্ড যাকেই মনোনয়ন দিবে তিনি তার পক্ষেই কাজ করবেন। বিএনপিতে কোন ভেদাভেদ নেই জানিয়ে তিনি বলেন, বিএনপি সবসময় নিপীড়িত মানুষের পক্ষে রাজনীতি করে, তাই তিনিও সবসময় সাধারন মানুষের পক্ষে। মানুষের কল্যানে তিনি সবসময় ছিলেন এবং আগামীতেও থাকবেন। গনসংযোগকালে এড. মাহমুদুল আলম শাহিনের সফরসঙ্গী হিসেবে দেবহাটা উপজেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রফিকুল ইসলাম খোকা, যুগ্ন আহবায়ক আব্দুল গফফার, দেবহাটা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহমদ আলীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article