আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার দরগাহপুরে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আজ ০১ জানুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।দরগাহপুর ইউনিয়ন যুবদল এ জানাযার আয়োজন করে।
দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে জোহর নামাজ বাদ অনুষ্ঠিত জানাজা নামাজ পূর্ব আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ জুলফিকার হায়দার, ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর মোহাম্মদ আব্দুল গণি সরদার, বিএনপি নেতা হাফিজুল ইসলাম, মেম্বর মোঃ আব্দুল কাদের, যুবদলের সভাপতি শেখ ইয়াদ আলী। জানাজায় ইমামতি করেন দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এবং খতিব শেখ মনিরুজ্জামান।
