তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় নারীদের হাঁস-মুরগী পালন বিষয়ে দুই দিনব্যাপি প্রশিক্ষণ আজ ২৫ নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সম্পন্ন হয়েছে। উপজেলার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রজেক্ট অফিস হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে তালা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. মাসুম বিল্লাহ এবং অফিস সহকারী মো. মাসাদুজ্জামান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে জালালপুর ইউনিয়নের মহিলা দলের ১০ জন এবং মাগুরা ইউনিয়নের মহিলা দলের ১০ জনসহ মোট ২০ জন সুবিধাভোগী নারী অংশগ্রহণ করেন। এসময় প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী, প্রকল্পের প্রশান্ত কুমার ঘোষ, তানজিলা খাতুন ও মনজিলা খাতুন প্রমুখসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণে হাঁস-মুরগীর বাসস্থান, বিভিন্ন জাত, বিভিন্ন রোগব্যাধির কারন ও প্রতিকার, খাদ্য উপাদান তৈরী এবং ব্যবহারসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়।
