তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় উত্তরণের ক্ষুদ্র ঋনের উপকারভোগী নারীদের সাথে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি’র (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন গণশুনানী করেছেন। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ রোজ রোববার সকালে উত্তরণ প্রশিক্ষন সেন্টারে এই গণশুনানীর আয়োজন করা হয়। উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম’র সভাপতিত্বে শুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋন গ্রহীতা নারীদের সাফল্য, সম্ভাবনা ও প্রস্তাবনা শোনেন।
এসময় অন্যান্যের মধ্যে এমআরএ’র পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম, যুগ্ম পরিচালক মো. আবু বকর সিদ্দিক, সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম ও মিনহাজুল আবেদিন, উপ সহকারী পরিচালক পলাশ চন্দ্র দাস, উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আবদুল কাইয়ুম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। গণশুনানীতে উপস্থিত শতাধিক ক্ষুদ্র ঋনগ্রহীতা নারী তাদের অর্থনৈতিক ও সামাজিক সফলতার গল্প তুলে ধরেন। এছাড়া, এনজিওদের মাধ্যমে সহজ শর্তে ও স্বল্প সুদে শিক্ষা ঋন, কৃষি ঋন, বেকার যুবকদের জন্য উদ্যোক্তা ঋন চালু সহ নানান দাবী তুলে ধরেন।
এর আগে, অনুষ্ঠানের প্রধান অতিথি এদিন সকালে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে উত্তরণের পক্ষ থেকে ১৫ জন নারীকে মাথাপিছু ১৪ হাজার টাকা করে আইজিএ উপকরণ বিতরণ উদ্বোধন করেন। এ সময় উপকারভোগীরা তাদের উপকারের বিভিন্ন সফলতার কথা উপস্থাপন করেন।
