তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় তালায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তালা থানা ও তালা সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে আজ ০২ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার বিকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব স্মরণ সভা তালা থানা ছাত্রদল সভাপতি মো. হাফিজুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
তালা থানা ছাত্রদলের সাধারন সম্পাদক এস.কে ফারুক’র পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, তালা উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, যুবদল নেতা মো. জাহাঙ্গীর হোসেন, আহম্মদ আলী, বিএনপি নেতা ময়েজ উদ্দীন মাতব্বর, তালা সরকারি কলেজ ছাত্রদল নেতা রিপন হোসেন, সোহাগ হোসেন সাগর ও হাসিবুল ইসলাম শান্ত প্রমুখ বক্তব্য রাখেন। স্মারণ সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন, হাফেজ মো. এনামুল ইসলাম। এসময় তালা থানার ৭টি ইউনিয়নের ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
