নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় তরুণ সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন “সাতক্ষীরা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ করা হয়েছে।
৩১ অক্টোবর ২০২২ রোজ সোমবার বিকেল ৪ টায় শহরের রেজিস্ট্রি অফিস সংলগ্ন অত্র সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বসে সাতঘরিয়ার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান সোহাগকে সভাপতি ও দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক করে ২১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির বাকিরা হলেন সহ সভাপতি দৈনিক সুপ্রভাতের মো. রমিজুল ইসলাম রমিজ, জাতীয় দৈনিক আজকের পত্রিকার ফারুক হোসেন রাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক দৃষ্টিপাতের মো. ফরিদুল কবির, দৈনিক কাফেলার বিশ্বরূপ ঘোষ, সাংগঠনিক সম্পাদক দৈনিক পত্রদূতের মোঃ হোসেন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক সাতনদী’র শেখ ইমরান, অর্থ সম্পাদক দৈনিক পত্রদূতের মিলন কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক জাতীয় দৈনিক পর্যবেক্ষণের এসএম হাবিবুল হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দৈনিক যুগের বার্তা’র আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক কালের চিত্রের গাজী হাবিব, মহিলা বিষয়ক সম্পাদক রেডিও নলতার রাশিদা আক্তার প্রমুখ।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য মো হোসেন আলী, সাজিদুল ইসলাম, রবিউল ইসলাম, আল আমিন, আব্দুল্লাহ আল মামুন, মামুনুর রশীদ, আল মামুন, ইকরামুল ইসলাম, আক্তারুজ্জামান প্রমুখ।
