সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরাসনে থুকড়া বাজারের সুইস গেটের দু’পাশে কচুরিপনা (ধাপ) অপসারণ করা হয়েছে। রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এ অপসারণ কর্মসুচীর আয়োজন করা হয়। আজ ৩০ নভেম্বর ২০২৪ রোজ শনিবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলমান এ কাজে এলাকার সর্বস্তরের মানুষ স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করেন। কর্মসুচীর নেতৃত্বে ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি নেতা এ এম আমিনুর রহমান, সাইদুজ্জামান বাবু, স,ম মমতাজ, শাহপুর বাজার কমিটির সভাপতি এ কে এম জাফর ইকবাল, থুকড়া বাজার কমিটির সেক্রেটারি গাজী রমজান, নাজমুল বিশ্বাস, বিল্লাল বিশ্বাস, আলাউদ্দিন গাজী, তপন মন্ডল, গনেশ জোর্দ্দার, অঘোর মন্ডল, খোকন মন্ডল, গাজী হোসেন, ছুবান শেখ, হাকিম শেখ প্রমুখ। এ সময় বিএনপি নেতা এ এম আমিনুর রহমান জানান, কচুরিপনার কারণে খালগুলো ভরে আছে। পানির টান থাকলেও তা সরতে পারছে না। তাই সকলের সহযোগিতায় এ অপসারণ কর্মসুচীর আয়োজন করা হয়। একই সাথে পর্যায়ক্রমে এলাকার সকল খাল পরিস্কার করা হবে।
