সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার মাওলানা ভাষানী মেমোরিয়াল ডিগ্রি করেজের নব-নির্বাচিত কমিটির সংবর্ধণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০১ নভেম্বর ২০২২ রোজ মঙ্গলবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নব-গঠিত পরিচালনা পর্ষদের সভাতি ও শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল জিএম মনিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এএইচএম আমিনুর রহমান। কলেজের অধ্যাপক কেএম হজরত আলী ও অধ্যাপক জিএম ইলিয়াস হোসেনের সঞ্চলনায় এ সময় আরও বক্তব্যদেন শিক্ষক প্রতিনিধি আব্দুল হাই, সুব্রত মহালদার ও শান্তিলতা বিশ্বাস, অভিভাবক প্রতিনিধি মশিউর রহমান লিটন, হেমায়েত রশিদ খান, হাফিজুর রহমান, জমিদাতা সরোয়ার হোসেন, দাতা সদস্য আব্দুর রহমান মোল্ল্যা, বিদ্যুৎসাহী সদস্য অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার, এ্যাড. আলমগীর হোসেন। এরপর কলেজেরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবকদের সাথে সমাবেশ অনুষ্ঠিত হয়।
