Friday, November 28, 2025

ডুমুরিয়ায় ভাই’র হাতে ভাই খুন

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনার জেরে ছোট ভাই সোহানের দা’র কোপে মারা গেছেন বড়ভাই রুবেল। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে ১১ নভেম্বর ২০২৪ রোজ সোমবার রাতে উপজেলার রদাঘরা ইউনিয়নের হাসানপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর গ্রামের ভ্যান-চালক জিনেতুল্লা বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (৩২) ও সোহান বিশ্বাস (২২)। এরমধ্যে ছোট ছেলে সোহান নেশাগ্রস্থ। সে বাড়ির কারো সঙ্গে ভালো ভাবে কথা বলে না। সব সময়ই উগ্র স্বভাব তার। সোমবার সন্ধ্যায় ঘটে তার বহিঃপ্রকাশ। টিউবয়েলের পাশে একটি বদনা রাখা নিয়েই শুরু করে তোলপাড়। এক দুই কথার পরেই দিতে থাকে গালিগালাজ। প্রতিবাদ করতে যায় বড়ভাই রুবেল বিশ্বাস। কিন্তু কে শোনে কার কথা। ঘর থেকে বেরিয়ে আনে ধারালো দা। উপর্যুপরি কোপাতে থাকে নেশাগ্রস্থ সোহান। এতেই ক্ষত-বিক্ষত হয়ে যায় বড়ভাই’র শরীর। কেটে যায় মাথা, পিট ও হাত। শেষ কোপে বেরিয়ে যায় পেটের নাড়ি-ভুড়ি। বাড়ির মধ্যে শুরু হয় চিৎকার চেচাঁমেচি। ছুটে যায় আশপাশের লোকজন। মুর্মুর্ষ রুবেল’কে নিয়ে যায় ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্সে। কিন্তু ডাক্তাররা তাকে পাঠিয়ে দেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা বলেন, খুনের ঘটনাটি শুনেছি। ঘাতক সোহান আত্মগোপনে করেছে। তবে তাকে আটকের জোর প্রচেষ্টা চলছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article