সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার নোয়াকাটি বাজারের বেদখল হওয়া ৬টি দোকান উদ্ধার হয়েছে। আদালতের নির্দেশে আজ ০২ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার দুপুরে ডুমুরিয়া থানা পুলিশ দোকানগুলো উদ্ধার করে তা ব্যবসায়ীদের বুঝে দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার নোয়াকাটি বাজার মসজিদ কমিটির নিকট থেকে ব্যবসায়ী আছাবুর রহমান, সালাম গাজী, আহম্মদ গাজী, ইছা সরদার, মুনসুর শেখ ও কালাম মোড়ল দোকান-ঘর ভাড়া নিয়ে ব্যবসা করতে থাকেন। মাস দুয়েক আগে দোকানের ওই জায়গার মালিকের দাবি তোলেন পাশের সাহস নোয়াকাটি মাধ্যমিক স্কুল কর্তৃপক্ষ। শুরু হয় মসজিদ কমিটি ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে দখল দ্বন্দ। এক পর্যায়ে স্কুল কমিটির পক্ষ থেকে ব্যবসায়ীদের নামিয়ে দিয়ে ঘর গুলোতে তালা লাগিয়ে দেন। এ ঘটনায় আদালতের দারস্থ হন মসজিদ কর্তৃপক্ষ। যা নিয়ে বিজ্ঞ আদালতে ১লা ডিসেম্বর দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয় এবং আদেশ হিসেবে ডুমুরিয়া থানা পুলিশের উপস্থিতিতে বন্ধ ঘর গুলোর তালা খুলে ব্যবসায়ীদের অনুকুলে বুঝে দেয়ার নির্দেশ দেন।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) নিবাস কুমার মিস্ত্রী জানান, বিজ্ঞ আদালতের একটি নির্দেশে তালাবদ্ধ ঘর গুলোর তালা খুলে ব্যবসায়ীদের অনুকুলে বুঝে দেয়া হয়েছে। একই সাথে কোন প্রকার সহিংষতা হানাহানি যেন না ঘটে সে বিষয়েও সকলকে অবিহিত করা হয়েছে।