সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার ৮নং শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি (৪০) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন । ০৬ জুলাই ২০২৪ রোজ শনিবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ওয়াপদার মাথা ব্রিজের পুর্বপাশে ফেলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এবং হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
হাসপাতাল ও দলীয় সুত্রে জানা গেছে, উপজেলার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন। তিনি ০৬ জুলাই ২০২৪ রোজ শনিবার বিকেলে ডুমুরিয়া মহিলা কলেজে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় যোগদান করেন। এরপর রাতে মটর-সাইকেল যোগে খুলনায় ফিরছিলেন। পথিমধ্যে গুটুদিয়া ওয়াপদা মাথা ব্রীজের পুর্বপাশে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার পেছনের পিঠে ৪/৫টি গুলি লাগে। এ সময় তার চিৎকার ও গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি দেখে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। এ রির্পোট লেখা পর্যন্ত তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা ছিল।