Wednesday, November 5, 2025

ডুমুরিয়ায় সজ্বি বীজ বিতরণ

Must read

 

সুজিত মল্লিকম, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় বসতবাড়ির আঙ্গিনা ও পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান গড়তে বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ০১ জুন ২০২৫ রোজ রোববার দুপুরে উপজেলা স্বাধীনতা স্মৃতি সৌধ চত্ত্বরে আগত ৩’শ ৮৪জন কৃষক-কৃষাণীর মাঝে এসব বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইবনে ইনসাদ আমিন বলেন- বাড়ি সংলগ্ন পতিত জমি বা বাড়ির উঠানের পাশে জমিগুলো অনেকেই ফেলে রাখেন। কিন্তু ওই জায়গাতে বছর ব্যাপি চাষাবাদ করা সম্ভব। আধুনিক ও উন্নত প্রযুক্তিতে সেখানে বিভিন্ন প্রজাতির শাক-সজ্বি উৎপাদন করা খুব সহজ। এতে ওই পরিবারের ফসল উৎপাদনের পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণ হবে। এজন্য অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান পুনঃস্থাপন প্রকল্পের আওতায় প্রদর্শনী হাতে নেয়া হয়েছে। যা বাস্তবায়নে উপজেলার বিভিন্ন ব্লকের ৩’শ ৮৪ জন কৃষক-কৃষাণীর মাঝে তিন সিজনের জন্য সব ধরনের বীজ দেয়া হয়েছে। এছাড়া ওই ক্ষেতের নিরাপত্তায় ঘেরাবেড়া দেয়ার জন্য সরবরাহ করা হয়েছে নেট। বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক সুবীর কুমার বিশ্বাস। বিশেষ অতিথি উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ওয়ালিদ হোসেন, উপজেলা কৃষিম্প্রসারণ অফিসার মোঃ হামিদুল ইসলাম প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article