সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় “শিক্ষার গুণগত মান উন্নয়নে করনীয়” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ নভেম্বর ২০২৫ রোজ সোমবার সকালে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোসান্মৎ আসমা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ড সচিব প্রফেসর এস এম মাহাবুবুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তথ্য ও যোগাযোগ এবং ইংরেজি বিভাগের শিক্ষকরা অংশ গ্রহন করেন।
