Friday, November 28, 2025

ডুমুরিয়ায় তারা বিশ্বাসের মতবিনিময়

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজগর বিশ্বাস তারার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ মার্চ ২০২৪ রোজ রোববার বেলা ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কল্যাণ সমিতির সভাপতি কাজী আবদুল্লাহ র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও বক্তৃতা রাখেন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল (যুগান্তর), সুব্রত ফৌজদার (যায় যায় দিন), এস রফিক (জন্মভূমি), অরুণ দেবনাথ (আমার সংবাদ), শেখ সিরাজুল ইসলাম (সময়ের খবর), সাব্বির খান ডালিম (গ্রামের কাগজ), জি এম ফিরোজ (জন্মভূমি), মাহাবুব আলম (সময়ের খবর), আব্দুস সালাম (সময়ের খবর), আব্দুল কুদ্দুস (আজকের পত্রিকা), আশরাফুল আলম (অনির্বাণ), সেলিম আবেদ (ভোরের ডাক), সুমন ব্রহ্ম ( মানব জমিন), গাজী মাসুম (চ্যানেল -26), গাজী নাছিম (রাজপথের দাবী) ও সুজিত মল্লিক (আমাদের সময় ও দৈনিক প্রবাহ)। এ সময় তার সঙ্গে ছিলেন মুরাদ হোসেন ও মোঃ মাজহারুল ইসলাম।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article