সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার তেলপাম্প সংলগ্ন স্থানে জমাদ্দার মৎস্য আড়তের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ০৪ নভেম্বর ২০২২ রোজ শুক্রবার বেলা ১১টায় আড়ৎ মালিক আব্দুল লতিফ জমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি ফিতা কেটে আড়তের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনাওয়াজ হোসেন জোয়াদ্দার। শিক্ষক শফিক আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ নাজিবুর রহমান নাজু, আবু সাঈদ সরদার, প্রবীণ বিএনপি নেতা মোল্ল্যা আবুল কাশেম, এম এম সুলতান আহমেদ, অধ্যাপক বিষ্ণুপ্রসাদ মল্লিক, মহিলা ভাইস চেয়াররম্যান শারমিনা পারভীন রুমা, শোভা রানী হালদার, সদর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা পারভীন, ইউপি সদস্য খান আবু বক্কার, শেখ ইকবাল হোসেন, খান আবুল বাশার, ব্যবসায়ী ইব্রাহীস সরদার, আব্দুল করিম, ওবাইদুল্লাহ খান, তৈয়েবুর রহমান, ফারুক মোল্ল্যা, নাইমা জমাদ্দার, পবিত্র মন্ডল ও অমর মন্ডল প্রমুখ। আড়তে আল্লার দান এন্টারপ্রাইজ, হজরত শাহজাজাল মৎস্য আড়ৎ, জিম মৎস্য আড়ৎ, সুকর্ণ মাছের ঘর, তামিম মৎস্য ঘর, মায়ের দোয়া মাছের ঘর, সরদার মৎস্য আড়ৎ, জননী মাছের ঘর, সততা মৎস্য আড়ৎ, মা মৎস্য আড়ৎ, রংধনু মাছের ঘর, হালদার মৎস্য আড়ৎ, সাগর সৈকত মাছের ঘর ও জয়ী মৎস্য ঘর নিয়ে আড়তটি গড়ে তোলা হয়েছে। এখানে বাগদা গলদাসহ যাবতীয় মাছ কেনা-বেচার সুব্যবস্থা রয়েছে বলে জানা গেছে।
