সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বিপুল উৎসাহ ও আনন্দ মুখর পরিবেশে ডুমুরয়িা উপজেলা সদরের ক্রিয়েশন কিন্ডার গার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ নভেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার দিনব্যাপি বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রেিযাগিতা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সকাল থেকে শিক্ষার্থী ও তাদের মায়েরা বিদ্যালয়ের মাঠে সমবেত হয়। এরপর বিভিন্ন ক্রিড়া, শরীরচর্চা, নৃত্য, কবিতা ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শেষ পর্যায়ে বিকেলে যেমন-খুঁশি-তেমন-সাঁজো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
ক্রিয়েশন কিন্ডার গার্টেন’র অধ্যক্ষ কাজী সুরাইয়া’র সভাপতিত্বে শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, জীবনের শুরু থেকেই শিশুদের মেধা বিকাশের জন্য অভিভাবকদের সচেতনতাই খুব জরুরি। শুধু প্রতিযোগিতা নয়, ভালো মানুষ হিসাবে আপনার শিশুকে গড়ে তুলতে হবে। ওই অনুষ্ঠানে আরও বক্তব্যদেন সাংবাদিক কাজি আবদুল্লাহ, আনোয়ার হোসেন, জয়ন্ত বৈরাগী, শিক্ষক- শায়লা শারমিন, জেসমিন আকতার, পিয়া খান, সাইফুল ইসলাম প্রমুখ।
