সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা’র সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ডুমুরিয়া উপজেলা শাখার নব-গঠিত কমিটির নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা, পরিচিতি ও মতবিনিময় করেছেন। আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ রোজ রোববার দুপুরে তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি শিব বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি মিলন কান্তি মল্লিক, সাধারণ সম্পাদক প্রভাষক নীলোৎপল মন্ডল নিলয়, সহ-সভাপতি সহকারী অধ্যাপক সমারেশ বাড়ই, প্রভাষক দেবাশীষ কুমার দেবু, শিক্ষক অপূর্ব মল্লিক, শিক্ষক দিপায়ন বিশ্বাস, বিপ্লব বাছাড়, বিকাশ কুমার রায়, পংকোজ বিশ্বাস, সুধাময় মন্ডল, কিংকর রাহা, অসিত কুমার মন্ডল, সুব্রত কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক সমর ঘোষ, পঙ্কজ মন্ডল, সবুজ মনি, ব্রজ সরকার, আকুল চন্দ্র বৈরাগী, সনজিত নাথ, বিশ্বজিত বিশ্বাস, কাজল মন্ডল, সাংগঠনিক সম্পাদক পবিত্র সরকার, সহ-সাংগঠনিক অনুপম কবিরাজ, অতীশ টিকাদার, কোষাধ্যক্ষ গোপীনাথ দাস, দপ্তর সম্পাদক কুন্তল বিশ্বাস, সহ-দপ্তর অঘোর মন্ডল প্রমুখ।