আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। আজ ২৮ ডিসেম্বর ২০২৪ রোজ শনিবার সকাল ১০ টায় সদর উপজেলার হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে মানবিক মিশন ফাউন্ডেশনের আয়োজনে ৫০০ অসহায় শিতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী।
কম্বল বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবিক মিশন ফাউন্ডেশনের সভাপতি রাশেদ হোসেন।
অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য মানবিক মিশন ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে সামাজিক কিভাবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।
