আজ ০৩ নভেম্বর ২০২৪ রোজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন খুলনা এর তত্ত্বাবধানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১০-২০তম গ্রেডের কর্মকর্তা- কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠান সিএসএস আভা সেন্টার, খুলনা এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ হেলাল মাহমুদ শরীফ। সভাপতি ও কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। কোর্স সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাদিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা।
