Friday, November 28, 2025

খুলনা জেলায় ১ ডিসেম্বর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু

Must read

খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, অন্যান্য প্রতিষ্ঠান, ডিলার, এবং মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংদের লাইসেন্স ২০২৫ সালের জন্য বার্ষিক নবায়ন আগামী ১ ডিসেম্বর হতে শুরু হবে। আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬ অনুযায়ী লাইসেন্সধারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফি (ভ্যাটসহ) ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপি, লাইসেন্সের মূল কপি, লাইসেন্সভূক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ নির্ধারিত তারিখ, সময় ও নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে নবায়ন সম্পন্ন করতে হবে। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানায় বা সেফ কিপিং এ জমা থাকলে তার রশিদ প্রদর্শন করতে হবে।
এছাড়া নবায়নের সময়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীর মোবাইল নম্বর, ইমেইল নম্বর, মূল লাইসেন্স, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ইত্যাদি আবেদনের সাথে আবশ্যিকভাবে জমা দিতে হবে। লাইসেন্সধারীর গত বছরের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের পূর্বের সকল গোলাবারুদের হিসাব এবং থানায় দাখিলকৃত জিডির কপিসহ নবায়ন করার জন্য নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত হতে হবে। থানার জিডির কপি ও গোলাবারুদের হিসাব সঠিকভাবে প্রদান করা না হলে লাইসেন্স নবায়ন করা হবে না।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী পাইকগাছা এবং কয়রা উপজেলার লাইসেন্সধারীরা ১ ডিসেম্বর তারিখে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। সোনাডাঙ্গা ও হরিণটানা মেট্রোপলিটন থানা এলাকার নবায়ন ২ ও ৩ ডিসেম্বর; লবণচরা মেট্রোপলিটন থানা ৪ ডিসেম্বর; খুলনা সদর মেট্রোপলিটন থানা ৫ ও ৮ ডিসেম্বর; খালিশপুর মেট্রোপলিটন থানা এলাকার লাইসেন্সধারীরা ৯ ও ১০ ডিসেম্বর; দৌলতপুর মেট্রোপলিটন থানা ১১ ও ১২ ডিসেম্বর; আড়ংঘাটা ও খানজাহান আলী মেট্রোপলিটন থানা ১৫ ও ১৭ ডিসেম্বর করতে পারবেন। এছাড়া রূপসা উপজেলার লাইসেন্সধারীরা ১৮ ডিসেম্বর; তেরখাদা ১৯ ডিসেম্বর; দিঘলিয়া ২২ ডিসেম্বর; ফুলতলা ২৩ ডিসেম্বর; ডুমুরিয়া ২৪ ডিসেম্বর; বাটিয়াঘাটা ২৬ ডিসেম্বর ও দাকোপ উপজেলায় ২৯ ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা রুম নম্বর-২২০ থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। আর্থিক প্রতিষ্ঠান, ডিলার এবং মেরামতকারী প্রতিষ্ঠানসমূহ ৩০ ডিসেম্বর লাইসেন্স নবায়ন করতে পারবে। নির্ধারিত তারিখে বাদপড়া লাইসেন্সধারীগণ এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণ ৩১ ডিসেম্বর তারিখে লাইসেন্স নবায়ন করতে পারবেন।
খুলনার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article