Sunday, October 19, 2025

খুলনায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৪৬ লাখ ৪৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ

Must read

খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ আজ ০৭ জুলাই ২০২৪ রোজ রবিবার দুপুরে শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনার জেলার ১১৪ জন শ্রমিক-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানদের উচ্চ শিক্ষার জন্য ৪৬ লাখ ৪৫ হাজার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ, মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ শ্রম দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article