Tuesday, January 20, 2026

খাজরায় ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে পিরোজপুর চ্যাম্পিয়ন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির খাজরায় ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান দলকে ১-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিরোজপুর ইমরান ফুটবল একাডেমী দল।
আজ ১০ জানুয়ারি ২০২৫ রোজ শনিবার খাজরা ইউনিয়নের কাপসণ্ডা ফুটবল ময়দানে প্রভাতী যুব সংঘের আয়োজনে জোড়া মোটরসাইকেল পুরস্কারের টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে ৩৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেয় রসুলপুর দলের আহসান হাবীব (১০)। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে পিরোজপুর দলের আব্দুল্লাহ (৭) গোল করে খেলায় সমতায় ফেরায়। এরপর ৮০ মিনিটে শিপন (১০) গোল করে দলকে এগিয়ে দিলে শেষ পর্যন্ত রসুলপুর আর গোল পরিশোধ করতে পারেনি। ফলে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পিরোজপুর ইমরান ফুটবল একাডেমী। খেলায় শিপন ম্যাচ সেরা ও টুর্নামেন্টে সর্বাধিক গোল করায় আব্দুল্লাহ ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন।
খেলা পরিচালনা করেন নাজমুল হুদা। তাকে সহযোগিতা করেন ওয়াসেউদ্দীন খান পিপুল ও রুহুল আমিন।
ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আব্দুর রউফ মোড়ল, মফিজুল ইসলাম ও মুর্তজা হাসান।
প্রভাতী যুব সংঘের সভাপতি প্রভাষক হাবিবুর রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা ০৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন এর ছেলে সাজেদুর রহমান সাজিদ।
সাধারণ সম্পাদক আবু হানিফ সানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, মুক্তিযোদ্ধা সরদার নাজিমুদ্দিন প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article