সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনষ্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১১তম থেকে ১৩তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য “চাকুরীর বিধি, শৃঙ্খলা এবং আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। উদ্বোধনী বক্তৃতায় তিঁনি বলেন, “একটি দক্ষ ও স্বচ্ছ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হলে দাপ্তরিক নিয়মকানুন জানার কোনো বিকল্প নেই। কর্মচারীরা হলেন বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার প্রাণশক্তি। তাদের ব্যক্তিগত ও পেশাগত শৃঙ্খলা শুধু নিজের উন্নতিই নিশ্চিত করে না, বরং পুরো বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে”। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। তিঁনি তার সমাপনী বক্তব্যে বলেন, “আইকিউএসি সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। আজকের এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কর্মচারীরা তাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন বলে আমরা আশা রাখি। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার আশীষ কুমার ভৌমিক। প্রশিক্ষণ কর্মশালায় দুটি কারিগরী অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশন ০১ রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান, অধিবেশন ০২ রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন পরিচালক, আইকিউএসি, প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের গ্রেড-১১ থেকে ১৩তম কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
