Friday, November 28, 2025

কুয়েটে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং পূবালী ব্যাংকের সহযোগিতায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ অক্টোবর ২০২৫ রোজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঁঞা, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম ইকরামুল হক, বাংলাদেশ ব্যাংক খুলনার পরিচালক এস এম কামালুজ্জামান কামাল, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এখলাসউদ্দিন, পূবালী ব্যাংক পিএলসি খুলনা শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা এর পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। পূবালী ব্যাংকের পক্ষ থেকে সেমিনারে ক্যাশলেস বাংলাদেশ ইনিশিয়েটিভ সামগ্রিক ধারণার উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সেমিনারে বাংলা কিউআর-ভিত্তিক লেনদেন বিষয়ক বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article